আদিপুস্তক 30:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 আর যাকোব অতি বর্ধিষ্ণু হইলেন, এবং তাঁহার পশু ও দাস-দাসী এবং উষ্ট্র ও গর্দভ যথেষ্ট ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 আর ইয়াকুব খুব ধনী হয়ে উঠলেন। তাঁর পশু ও গোলাম-বাঁদী এবং উট ও গাধা ছিল যথেষ্ট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 এইভাবে সেই মানুষটি খুব সমৃদ্ধিশালী হয়ে উঠলেন এবং অনেক পশুপাল, ও দাস-দাসী, এবং উট ও গাধার মালিক হয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 যাকোব এই ভাবে অত্যন্ত বর্ধিষ্ণু হয়ে উঠলেন। তাঁর পশুপাল, দাসদাসী এবং উট ও গাধার সংখ্যা অত্যন্ত বেড়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 আর যাকোব অতি বর্দ্ধিষ্ণু হইলেন, এবং তাঁহার পশু ও দাস দাসী এবং উষ্ট্র ও গর্দ্দভ যথেষ্ট হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 এইভাবে যাকোব বেশ ধনী হয়ে উঠল। তার অনেক পশু, ভৃত্য, উট এবং গাধা হল। অধ্যায় দেখুন |