আদিপুস্তক 29:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 লাবন কহিলেন, অন্য পাত্রকে দান করা অপেক্ষা তোমাকে দান করা উত্তম বটে; আমার নিকটে থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 লাবন বললেন, অন্য পাত্রকে দান করার চেয়ে তোমাকে দান করা উত্তম বটে; আমার কাছে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 লাবন বললেন, “তাকে অন্য কোনও পুরুষের হাতে তুলে দেওয়ার পরিবর্তে বরং তোমাকে দেওয়াই ভালো। আমার সঙ্গে তুমি এখানেই থাকো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 লাবণ বললেন, অন্য কোন পাত্রের চেয়ে তোমার হাতেই ওকে দেওয়া ভাল। তাহলে তুমি আমার কাছেই থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 লাবন কহিলেন, অন্য পাত্রকে দান করা অপেক্ষা তোমাকে দান করা উত্তম বটে; আমার নিকটে থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 লাবন বললেন, “অন্য কারও সঙ্গে বিয়ে হওয়ার থেকে তোমার সঙ্গে বিয়ে হওয়াটা ওর পক্ষে মঙ্গল হবে। তাই আমাদের সঙ্গে থেকে যাও।” অধ্যায় দেখুন |