আদিপুস্তক 28:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 এষৌ যখন দেখিলেন, ইস্হাক যাকোবকে আশীর্বাদ করিয়া বিবাহার্থ কন্যা গ্রহণের জন্য পদ্দন-অরামে বিদায় করিয়াছেন, এবং আশীর্বাদের সময় কনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইস্ যখন দেখলেন, ইস্হাক ইয়াকুবকে দোয়া করে বিয়ের জন্য কন্যা গ্রহণ করতে পদ্দন-অরামে বিদায় করেছেন এবং দোয়া করার সময় কেনানীয় কোন কন্যাকে বিয়ে করতে নিষেধ করেছেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এদিকে এষৌ জানতে পারলেন যে ইস্হাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-আরাম থেকে এক স্ত্রী আনার জন্য তাঁকে সেখানে পাঠিয়েছেন, এবং আশীর্বাদ দেওয়ার সময় তিনি তাঁকে এই আদেশও দিয়েছেন, “কনানীয় কোনো মেয়েকে বিয়ে কোরো না,” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এষৌ দেখলেন, ইস্হাক যাকোবকে আশীর্বাদ করে পত্নীগ্রহণের জন্য তাঁকে পদ্দন-অরামে পাঠিয়ে দিলেন এবং আশীর্বাদ করার সময় তাঁকে কনান দেশের কোন মেয়েকে বিবাহ করতে নিষেধ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 এষৌ যখন দেখিলেন, ইস্হাক যাকোবকে আশীর্ব্বাদ করিয়া বিবাহার্থ কন্যা গ্রহণজন্য পদ্দন-অরামে বিদায় করিয়াছেন, এবং আশীর্ব্বাদের সময় কনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এষৌ জানতে পারল যে তার পিতা ইস্হাক যাকোবকে আশীর্বাদ করেছেন। এষৌ জানল যে ইস্হাক যাকোবকে পদ্দন-অরামে পাঠিয়েছেন সেখানে বিয়ে করার জন্যে। ইস্হাক যে যাকোবকে কনানের মেয়ে বিয়ে না করার আদেশ দিয়েছেন সে কথাও এষৌ জানল। অধ্যায় দেখুন |