আদিপুস্তক 27:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 তখন তাঁহার পিতা ইস্হাক উত্তর করিয়া কহিলেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশিরবিহীন হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 তখন তাঁর পিতা ইস্হাক জবাবে বললেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতাবিহীন হবে, উপরিস্থ আসমানের শিশিরবিহীন হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 তাঁর বাবা ইস্হাক তাঁকে উত্তর দিলেন, “তোমার বাসস্থান হবে ভূমির প্রাচুর্য থেকে দূরবর্তী, ঊর্ধ্বস্থ আকাশের শিশির থেকে দূরবর্তী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 তখন ইস্হাক তাঁকে বললেন, দেখ, ঊষর বন্ধ্যা ভূমিতে হবে তোমার বসতি, ঊর্ধ্বাকাশ থেকে শিশিরপাত হবে না সেখানে। তুমি হবে অসিজীবি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 তখন তাঁহার পিতা ইস্হাক উত্তর করিয়া কহিলেন, দেখ, তোমার বসতি ভূমির সরসতা- বিহীন হইবে, উপরিস্থ আকাশের শিশিরবিহীন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 তখন ইস্হাক বললেন, “তুমি কখনও উর্বর জমি পাবে না, তুমি কখনও পর্যাপ্ত বর্ষা পাবে না। অধ্যায় দেখুন |