আদিপুস্তক 27:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 পরে তিনি আপন পিতার নিকট গিয়া কহিলেন, পিতঃ। তিনি উত্তর করিলেন, দেখ, এই আমি; বৎস, তুমি কে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 পরে তিনি তাঁর পিতার কাছে গিয়ে বললেন, আব্বা। তিনি জবাবে বললেন, দেখ, এই যে আমি; বৎস, তুমি কে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যাকোব তাঁর বাবার কাছে গিয়ে বললেন, “বাবা।” “হ্যাঁ বাছা,” তিনি উত্তর দিলেন, “তুমি কে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যাকোব তাঁর বাবার কাছে গিয়ে ডাকলেন, বাবা! তিনি উত্তর দিলেন, এই যে বাবা, কে তুমি? যাকোব তাঁর বাবাকে বললেন, আমি আপনার বড় ছেলে এষৌ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 পরে তিনি আপন পিতার নিকট গিয়া কহিলেন, পিতঃ। তিনি উত্তর করিলেন, দেখ, এই আমি; বৎস তুমি কে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যাকোব পিতার কাছে গিয়ে ডাকল, “পিতা।” তার পিতা সাড়া দিলেন, “তুমি কে বাবা?” অধ্যায় দেখুন |