আদিপুস্তক 27:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তখন যাকোব তাঁহার মাতা রিবিকাকে কহিলেন, দেখ, আমার ভ্রাতা এষৌ লোমশ, কিন্তু আমি লোমহীন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তখন ইয়াকুব তাঁর মা রেবেকাকে বললেন, দেখ, আমার ভাই ইস্ লোমশ, কিন্তু আমি লোমহীন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যাকোব তাঁর মা রিবিকাকে বললেন, “কিন্তু আমার দাদা এষৌ যে এক লোমশ মানুষ, অথচ আমার ত্বক তো মসৃণ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যাকোব তাঁর মা রেবেকাকে বললেন, দেখ, আমার ভাই এষৌ লোমশ, আর আমি নির্লোম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তখন যাকোব আপন মাতা রিবিকাকে কহিলেন, দেখ, আমার ভ্রাতা এষৌ লোমশ, কিন্তু আমি নির্লোম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কিন্তু যাকোব মা রিবিকাকে বলল, “আমার ভায়ের গা ভর্ত্তি লোম। কিন্তু আমার শরীরের ত্বক মসৃণ। অধ্যায় দেখুন |