Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 26:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

35 ইহারা ইস্‌হাকের ও রিবিকার মনের দুঃখদায়িকা হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 এরা ইস্‌হাকের ও রেবেকার মনের দুঃখের কারণ হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 ইস্‌হাক ও রিবিকার কাছে তারা মর্মযন্ত্রণার উৎস হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 এই দুজন হিত্তীয় নারী ইস্‌হাক ও রেবেকার জীবন তিক্ত-বিরক্ত করে তুলেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 ইহারা ইস‌্হাকের ও রিবিকার মনের দুঃখদায়িকা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 এই বিবাহ দুটিতে ইস‌্হাক এবং রিবিকা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 26:35
5 ক্রস রেফারেন্স  

আর রিবিকা ইস্‌হাককে কহিলেন, এই হিত্তীয়দের কন্যাদের বিষয় আমার প্রাণে ঘৃণা হইতেছে; যদি যাকোবও ইহাদের মত কোন হিত্তীয় কন্যাকে, এতদ্দেশীয় কন্যাদের মধ্যে কোন কন্যাকে বিবাহ করে তবে প্রাণ ধারণে আমার কি লাভ?


তখন এষৌ দেখিলেন যে, কনানীয় কন্যারা তাঁহার পিতা ইস্‌হাকের অসন্তোষপাত্রী;


তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা, সে তাহাকে বিবাহ করিতে লাগিল।


আমি তোমাকে স্বর্গমর্ত্যের ঈশ্বর সদাপ্রভুর নামে এই দিব্য করাই, যে কনানীয় লোকদের মধ্যে আমি বাস করিতেছি, তুমি আমার পুত্রের বিবাহের জন্য তাহাদের কোন কন্যা গ্রহণ করিবে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন