আদিপুস্তক 26:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে ইস্হাক তথা হইতে যাত্রা করিলেন, ও গরারের উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সেই স্থানে বাস করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে ইস্হাক সেখান থেকে যাত্রা করলেন ও গরারের উপত্যকাতে তাঁবু স্থাপন করে সেই স্থানে বাস করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 অতএব ইস্হাক সেখান থেকে দূরে সরে গিয়ে গরার উপত্যকায় শিবির স্থাপন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ইস্হাক সেখান থেকে বিদায় নিয়ে গরারের উপত্যকায় গিয়ে শিবির স্থাপন করে বাস করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে ইস্হাক তথা হইতে যাত্রা করিলেন, ও গরারের উপত্যকাতে তাম্বু স্থাপন করিয়া সে স্থানে বাস করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সুতরাং ইস্হাক সেই স্থান ত্যাগ করে সঙ্কীর্ণ গরার নদীর ধারে এসে শিবির স্থাপন করলেন। ইস্হাক সেখানে অবস্থান করে সেখানেই বসবাস করতে লাগলেন। অধ্যায় দেখুন |