আদিপুস্তক 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর অব্রাহাম ইস্হাককে আপনার সর্বস্ব দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর ইব্রাহিম ইস্হাককে নিজের সর্বস্ব দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 অব্রাহাম তাঁর অধিকারে থাকা সবকিছু ইস্হাককে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এদের, সকলেরই আদি মাতা ছিলেন কেটুরা। অব্রাহাম তাঁর সমস্ত সম্পত্তি ইস্হাককে দান করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর অব্রাহাম ইস্হাককে আপনার সর্ব্বস্ব দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5-6 মৃত্যুর আগে অব্রাহাম তাঁর রক্ষিত দাসীদের গর্ভজাত পুত্রদের নানা রকম উপহার দিয়ে তাদের পূর্ব দেশে পাঠান। তিনি তাদের ইস্হাকের কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়ে তাঁর যা কিছু ছিল সব ইস্হাককে দেন। অধ্যায় দেখুন |