আদিপুস্তক 25:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্হাককে আশীর্বাদ করিলেন; এবং ইস্হাক বের্-লহয়্-রোয়ীর নিকটে বসতি করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ইব্রাহিমের ইন্তেকালের পর আল্লাহ্ তাঁর পুত্র ইস্হাককে দোয়া করলেন এবং ইস্হাক বের্-লহয়্-রোয়ীর কাছে বাস করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 অব্রাহামের মৃত্যুর পর, ঈশ্বর তাঁর সেই ছেলে ইস্হাককে আশীর্বাদ করলেন, যিনি তখন বের-লহয়-রোয়ীর কাছে বসবাস করছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অব্রাহামের মৃত্যুর পর ঈশ্বর তাঁর পুত্র ইস্হাককে আশীর্বাদ করলেন আর ইসহাক বের-লাহয়-রোয়ীর কাছে বসবাস করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্হাককে আশীর্ব্বাদ করিলেন; এবং ইসহাক বের্-লহয়্-রোয়ীর নিকটে বসতি করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 অব্রাহামের মৃত্যুর পরে ঈশ্বর ইস্হাককে আশীর্বাদ করলেন। ইস্হাক বের্-লহয়-রোয়ীতে বসবাস করতে থাকলেন। অধ্যায় দেখুন |