আদিপুস্তক 24:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কিন্তু আমার দেশে, আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইস্হাকের জন্য কন্যা আনিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু আমার দেশে, আমার জ্ঞাতিদের কাছে গিয়ে আমার পুত্র ইস্হাকের জন্য একটি কন্যা আনবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু তুমি আমার দেশে ও আমার আপন আত্মীয়স্বজনদের কাছে যাবে এবং আমার ছেলে ইস্হাকের জন্য এক স্ত্রী নিয়ে আসবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তুমি আমার দেশে গিয়ে আমার আত্মীয় স্বজনদের কাছ থেকে আমার পুত্র ইস্হাকের জন্য একটি পাত্রী নিয়ে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু আমার দেশে আমার জ্ঞাতিদের নিকটে গিয়া আমার পুত্র ইস্হাকের জন্য কন্যা আনিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমার দেশে আমার স্বজাতির কাছে ফিরে যাও। সেখানে আমার পুত্র ইস্হাকের জন্যে পাত্রী খুঁজে বার করে তাকে এখানে নিয়ে এস।” অধ্যায় দেখুন |