আদিপুস্তক 24:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর নিকটে গিয়া আমার পুত্রের জন্য কন্যা আনিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর কাছে গিয়ে আমার পুত্রের জন্য কন্যা এনো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 কিন্তু তুমি আমার পিতৃপরিজনদের এবং আমার নিজের গোত্রভুক্ত লোকজনের কাছে যাবে, ও আমার ছেলের জন্য এক স্ত্রী নিয়ে আসবে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তুমি আমার পৈতৃক বাসভূমিতে গিয়ে আমার জ্ঞাতিবর্গের কাছ থেকে কোন একটি কন্যাকে আমার পুত্রের জন্য নিয়ে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 কিন্তু আমার পিতৃকুলের ও আমার গোষ্ঠীর নিকটে গিয়া আমার পুত্রের জন্য কন্যা আনিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 সুতরাং তুমি শপথ করো যে তুমি আমার পিতার দেশে যাবে। আমার আত্মীয়স্বজনদের কাছে যাও এবং আমার পুত্রের জন্যে একজন পাত্রী নির্বাচন করো।’ অধ্যায় দেখুন |