আদিপুস্তক 24:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তিনি উত্তরে কহিলেন, আমি সেই বথূয়েলের কন্যা, যিনি মিল্কার পুত্র, যাঁহাকে তিনি নাহোরের জন্য প্রসব করিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তিনি জবাবে বললেন, আমি সেই বথূয়েলের কন্যা, যিনি মিল্কার পুত্র, যাঁকে তিনি নাহোরের জন্য প্রসব করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 রিবিকা তাঁকে উত্তর দিলেন, “আমি সেই বথূয়েলের মেয়ে, যিনি নাহোরের ছেলে, ও যাঁকে মিল্কা নাহোরের জন্য জন্ম দিয়েছিলেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তিনি তাঁকে বললেন, মিল্কার গর্ভে নাহোরের যে পুত্র জন্মেছিল, আমি সেই বথুয়েলের কন্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তিনি উত্তর করিলেন, আমি সেই বথূয়েলের কন্যা, যিনি মিল্কার পুত্র, যাঁহাকে তিনি নাহোরের জন্য প্রসব করিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 রিবিকা উত্তর দিল, “বথুযেল আমার পিতা। তিনি মিল্কা ও নাহোরের পুত্র।” অধ্যায় দেখুন |