Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 23:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

12 তখন অব্রাহাম তদ্দেশীয় লোকদের সাক্ষাতে প্রণিপাত করিলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তখন ইব্রাহিম সেই দেশের লোকদের সম্মুখে মাটিতে উবুড় হয়ে সালাম করলেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 অব্রাহাম আরও একবার সেই দেশের লোকদের সামনে প্রণত হলেন

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 অব্রাহাম আবার তাদের নতমস্তকে অভিবাদন করে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 তখন অব্রাহাম তদ্দেশীয় লোকদের সাক্ষাতে প্রণিপাত করিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তখন অব্রাহাম সমবেত হেতের লোকদের সবিনয় নমস্কার করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 23:12
5 ক্রস রেফারেন্স  

তখন অব্রাহাম উঠিয়া তদ্দেশীয় লোকদের, অর্থাৎ হেতের সন্তানগণের কাছে প্রণিপাত করিলেন, ও সম্ভাষণ করিয়া কহিলেন,


পরে সন্ধ্যাকালে ঐ দুই জন দূত সদোমে আসিলেন। তখন লোট সদোমের দ্বারে বসিয়াছিলেন, আর তাঁহাদিগকে দেখিয়া তাঁহাদের নিকট যাইবার জন্য উঠিলেন, এবং ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিয়া কহিলেন,


আর চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তিন জন পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাঁহাদের নিকট দৌড়াইয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন,


হে আমার প্রভু, তাহা হইবে না; আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্র ও তথাকার গুহা আপনাকে দান করিলাম; আমি নিজ জাতির সন্তানদের সাক্ষাতেই আপনাকে তাহা দিলাম, আপনার মৃতকে কবর দিউন।


আর তদ্দেশীয় সকলের কর্ণগোচরে ইফ্রোণকে কহিলেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেত্রের মূল্য দিই, আপনি আমার নিকট হইতে তাহা গ্রহণ করুন, পরে আমি সেই স্থানে আমার মৃতকে কবর দিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন