আদিপুস্তক 22:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর অব্রাহাম সেই স্থানের নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাইবেন] রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগান হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ইব্রাহিম সেই স্থানের নাম রাখলেন ইয়াহ্ওয়েহ্-যিরি (মাবুদ যোগাবেন)। এজন্য এখনও লোকে বলে, মাবুদের পর্বতে মাবুদই যুগিয়ে দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 অতএব অব্রাহাম সেই স্থানটির নাম দিলেন সদাপ্রভু জোগাবেন। আর আজও পর্যন্ত একথা বলা হয়ে থাকে, “সদাপ্রভুর পর্বতে তা জোগানো হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন যিহোবাযিরে। এই জন্য আজও লোকে বলে থাকে, প্রভু পরমেশ্বরের পর্বতে সংস্থান করা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর অব্রাহাম সেই স্থানের নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাইবেন] রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্ব্বতে যোগান হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 সুতরাং অব্রাহাম ঐ স্থানটির একটা নাম দিলেন, “যিহোবা-যিরি।” এমন কি আজও লোকেরা বলে, “এই পর্বতে প্রভুকে দেখা যায়।” অধ্যায় দেখুন |