আদিপুস্তক 21:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 আর মিসরীয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 একদিন মিসরীয়া হাজেরা ইব্রাহিমের জন্য যে পুত্র প্রসব করেছিল, সারা তাকে পরিহাস করতে দেখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কিন্তু সারা দেখতে পেলেন যে, যে ছেলেটিকে মিশরীয় হাগার অব্রাহামের জন্য জন্ম দিয়েছিল, সে ঠাট্টা-বিদ্রুপ করছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সেই সময়, সারা দেখতে পেলেন মিশরী ক্রীতদাসী হাগারের গর্ভজাত অব্রাহামের পুত্রটি ইস্হাককে বিদ্রূপ করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর মিস্রীয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 অব্রাহামের প্রথম সন্তানের জন্ম দিয়েছিল হাগার নামে মিশরীয় দাসী। সারা দেখলেন হাগারের সেই পুত্র ইস্হাককে নিয়ে মজা করছে। তাই সারা বিচলিত হলেন। অধ্যায় দেখুন |