আদিপুস্তক 21:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন; যে কেহ ইহা শুনিবে, সে আমার সহিত হাস্য করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর সারা বললেন, আল্লাহ্ আমার মুখে হাসি ফুটালেন; যে কেউ এই কথা শুনবে সেও আমার সঙ্গে হাসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সারা বললেন, “ঈশ্বর আমাকে হাসির পাত্রী করে তুলেছেন, আর যে কেউ একথা শুনবে সেও আমাকে নিয়ে হাসাহাসি করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সারা বললেন, ঈশ্বর আমার জীবনে হাসি ও আনন্দ দিয়েছেন, যে একথা শুনবে, সেও আমার সঙ্গে আনন্দ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন; যে কেহ ইহা শুনিবে, সে আমার সহিত হাস্য করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এবং সারা বললেন, “ঈশ্বর আমাকে আনন্দিত করেছেন। যে শুনবে সেই আমার সুখে সুখী হবে। অধ্যায় দেখুন |