আদিপুস্তক 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বক্ছেদ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে ইব্রাহিম আল্লাহ্র হুকুম অনুসারে তার খৎনা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাঁর ছেলে ইস্হাকের বয়স যখন আট দিন, তখন ঈশ্বরের আদেশানুসারে অব্রাহাম তার সুন্নত করালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 অব্রাহাম ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তাঁর পুত্র ইস্হাকের আটদিন বয়সে তার লিঙ্গাগ্রচর্ম ছেদন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বক্ছেদ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ইস্হাকের আট দিন বয়স হলে, যেমনটি ঈশ্বর বলেছিলেন ঠিক সেইভাবে অব্রাহাম তাঁকে সুন্নত করলেন। অধ্যায় দেখুন |