আদিপুস্তক 21:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 পরে অব্রাহাম বের্-শেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 পরে ইব্রাহিম বের্-শেবায় ঝাউ গাছ রোপণ করে সেই স্থানে অনাদি অনন্ত আল্লাহ্ মাবুদের এবাদত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 অব্রাহাম বের-শেবায় একটি ঝাউ গাছ লাগালেন, ও সেখানে তিনি অনন্তজীবী ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 অব্রাহাম বের-শেবাতে একটি ঝাউগাছ রোপণ করলেন এবং সেখানে শাশ্বত ঈশ্বর ‘প্রভু’ পরমেশ্বরের আরাধনা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 পরে অব্রাহাম বের্-শেবায় ঝাউ গাছ রোপন করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 বের্-শেবাতে অব্রাহাম একটা চিরহরিৎ ঝাউগাছ রোপণ করলেন। সেখানে তিনি প্রভু শাশ্বত ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। অধ্যায় দেখুন |