আদিপুস্তক 19:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সমস্ত অঞ্চল নগর-নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সমস্ত অঞ্চল, নগরের সমস্ত লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 এভাবে তিনি সেই নগরগুলি ও সমগ্র সমতল এলাকা উৎখাত করলেন, ও নগরগুলিতে যত প্রাণী ছিল, সেসব—আর দেশের গাছপালাও ধ্বংস করে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সমস্ত অঞ্চল নগরনিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 অর্থাৎ প্রভু ঐ নগরগুলি ধ্বংস করলেন। সমস্ত গাছপালা, সমস্ত লোকজন, সমগ্র উপত্যকাটাই প্রভু ধ্বংস করলেন। অধ্যায় দেখুন |