আদিপুস্তক 18:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তাতে ইব্রাহিম তখনই তাঁবুতে সারার কাছে গিয়ে বললেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা নিয়ে রুটি প্রস্তুত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অতএব অব্রাহাম চট্ করে তাঁবুতে সারার কাছে চলে গেলেন। তিনি বললেন, “তাড়াতাড়ি করো, তিন মান মিহি আটা নাও ও তা মেখে কয়েকটি রুটি সেঁকে দাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 অব্রাহাম তখন তাড়াতাড়ি তাঁবুর ভিতরে গিয়ে সারাকে বললেন, শিগ্গির তিন সেয়াহ্ ময়দা মেখে পিঠে তৈরী কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 অব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে গেলেন। অব্রাহাম সারাকে বললেন, “চট করে তিনজনের মত রুটির ব্যবস্থা করো।” অধ্যায় দেখুন |