আদিপুস্তক 17:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 দেখ, আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিতা হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমিই তোমার সঙ্গে আমার নিয়ম স্থির করছি, তুমি বহুজাতির আদিপিতা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 “দেখো, তোমার সঙ্গে এই হল আমার নিয়ম: তুমি বহু জাতির পিতা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দেখ, তোমার সঙ্গে আমি সন্ধির চুক্তিতে আবদ্ধ হয়েছি, সেই অনুযায়ী তুমি হবে বহুজাতির আদি পিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিতা হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “আমাদের চুক্তিতে এটি আমার অংশ। আমি তোমাকে বহু জাতির পিতা করব। অধ্যায় দেখুন |