আদিপুস্তক 16:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূতা হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তখন মাবুদের ফেরেশতা তাকে বললেন, তুমি তোমার বেগম সাহেবার কাছে ফিরে গিয়ে নম্রভাবে তার বশীভূতা হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তোমার মালকিনের কাছে ফিরে যাও ও তার বশ্যতাস্বীকার করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভু পরমেশ্বরের দূত তাকে বললেন, তুমি তোমার কর্ত্রীর কাছে ফিরে যাও আর তাঁর বশ্যতা স্বীকার কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্র ভাবে তাহার হস্তের বশীভূতা হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভুর দূত হাগারকে বলল, “সারী তোমার গৃহকর্ত্রী। তার কাছে ফিরে যাও। তার বাধ্য হও।” অধ্যায় দেখুন |