আদিপুস্তক 14:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা বাহির হইয়া এলমের কদর্লায়োমর রাজার, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর সাদুমের বাদশাহ্, আমুরার বাদশাহ্, অদ্মার বাদশাহ্, সবোয়িমের বাদশাহ্ ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্ বের হয়ে এলমের কদর্লায়োমর বাদশাহ্র, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায় অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তখন সদোম, ঘমোরা, আদমা, জেবোয়িম এবং বেলা অর্থাৎ জোয়ার-এর নৃপতিবৃন্দ বেরিয়ে এসে সিদ্দিম উপত্যকায় এলামের রাজা কেদেরলায়োমের, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর সদোমের রাজা, ঘমােরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা বাহির হইয়া এলমের কদর্লায়োমর রাজার, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সেই সময় সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার রাজা তাঁদের শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সিদ্দীম উপত্যকায় যুদ্ধ করতে গেলেন। অধ্যায় দেখুন |