আদিপুস্তক 14:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ও মরু-ভূমির পাশে অবস্থিত এল-পারণ পর্যন্ত সেয়ীর পর্বতে সেখানকার হোরীয়দেরকে আঘাত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 শাবিকিরিয়াথায়িমে এমিমকে এবং প্রান্তরের সীমান্তে এলপারাণ পর্যন্ত সেয়ীর পর্বতনিবাসী হোরী উপজাতির লোকদের আক্রমণ করে পরাস্ত করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 ও প্রান্তরের পার্শ্বস্থ এল-পারণ পর্য্যন্ত সেয়ীর পর্ব্বতে তথাকার হোরীয়দিগকে আঘাত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারপর তাঁরা হোরীয়দের পরাস্ত করলেন। হোরীয়রা সেয়ীর থেকে এল-পারণ (এল-পারণ মরুভূমির কাছে অবস্থিত) পর্যন্ত পার্বত্য দেশে বাস করত। অধ্যায় দেখুন |