আদিপুস্তক 14:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এবং শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন; তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের যাজক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তখন শালেমের বাদশাহ্ মাল্কীসিদ্দিক রুটি ও আঙ্গুর-রস বের করে আনলেন; তিনি ছিলেন সর্বশক্তিমান আল্লাহ্র ইমাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শালেমের রাজা মেলকিসেদেকও রুটি এবং আঙুরের নির্যাস নিয়ে এলেন। তিনি ছিলেন পরাৎপর ঈশ্বরের পুরোহিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং শালেমের রাজা মল্কীষেদক রুটী ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 শালেমের রাজা মল্কীষেদকও অব্রামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মল্কীষেদক ছিলেন পরাৎপর ঈশ্বরের একজন যাজক। মল্কীষেদক নিয়ে এলেন রুটি ও দ্রাক্ষারস। অধ্যায় দেখুন |