আদিপুস্তক 14:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে রাত্রিকালে আপন দাসদিগকে দুই দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাড়াইয়া দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে রাতের বেলায় তাঁর গোলামদেরকে দুই দলে ভাগ করে তিনি দুশমনদেরকে আঘাত করলেন এবং দামেস্কের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাদের পশ্চাদ্ধাবন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 রাত্রিকালে তিনি তাঁর লোকজনসহ শত্রুদের ঘেরাও করে হঠাৎ আক্রমণ করলেন এবং দামাস্কাসের উত্তরে হোবা পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে রাত্রিকালে আপন দাসদিগকে দুই দল করিয়া তিনি শত্রুগণকে অাঘাত করিলেন, এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্য্যন্ত তাড়াইয়া দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 সেই রাত্রে তিনি ও তাঁর সৈন্যরা অতর্কিতে শত্রুদের আক্রমণ করলেন। তাঁরা শত্রুদের পরাভূত করে দম্মেশকের উত্তরে হোবা পর্যন্ত বিতাড়িত করলেন। অধ্যায় দেখুন |