আদিপুস্তক 14:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 আর শত্রুরা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য লইয়া প্রস্থান করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর দুশমনরা সাদুম ও আমুরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য নিয়ে প্রস্থান করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 শত্রুপক্ষ তখন সদোম ও ঘমোরার সমস্ত ধনসম্পদ ও খাদ্যসম্ভার লুঠ করে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর শত্রুরা সদোম ও ঘমোরার সমস্ত সম্পত্তি ও ভক্ষ্য দ্রব্য লইয়া প্রস্থান করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সুতরাং সদোম এবং ঘমোরার সমস্ত সরঞ্জাম, তাদের সমস্ত খাদ্যসম্ভার, বস্ত্রাদি এবং অন্যান্য সব জিনিসপত্র প্রতিপক্ষরা নিয়ে চলে গেল। অধ্যায় দেখুন |