আদিপুস্তক 11:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ তাঁহার নিজের পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কল্দীয় দেশের ঊরে প্রাণত্যাগ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর হারণ লূতের জন্ম দিলেন। কিন্তু হারণ তাঁর নিজের পিতা তেরহের সাক্ষাতে নিজের জন্মস্থান কল্দীয় দেশের ঊরে প্রাণত্যাগ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 হারণ তাঁর জন্মস্থান, কলদীয় দেশের ঊরেই তাঁর বাবা তেরহের জীবদ্দশায় মারা যান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 হারোণ লোটের পিতা। কিন্তু হারোণ তাঁর পিতা তেরাহ্ জীবিত থাকতেই নিজ জন্মস্থান কলদীয়দের দেশে উর নামক স্থানে প্রাণত্যাগ করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর হারণ লোটের জন্ম দিলেন। কিন্তু হারণ আপন পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কল্দীয় দেশের ঊরে প্রাণত্যাগ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 কিন্তু তেরহের জীবদ্দশাতেই আপন জন্মস্থান কলদীয়় দেশের উরে হারণের মৃত্যু হয়। অধ্যায় দেখুন |