আদিপুস্তক 10:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তানসন্ততি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এবের-এর সন্তানদের আদিপুরুষ, যাফত-এর জ্যেষ্ঠভ্রাতা শেম-এরও সন্তান-সন্ততি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ, আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যেফতের বড় ভাই ছিল শেম। শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত। অধ্যায় দেখুন |