আদিপুস্তক 1:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আল্লাহ্ আলোর নাম ‘দিন’ ও অন্ধকারের নাম ‘রাত’ রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে তা প্রথম দিন হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এবং দীপ্তির নাম দিন ও অন্ধকারের নাম রাখলেন রাত্রি। রাত্রি ও দিনের অবসানে সমাপ্ত হল প্রথম দিবস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঈশ্বর আলোর নাম দিলেন, “দিন” এবং অন্ধকারের নাম দিলেন “রাত্রি।” সন্ধ্যা হল এবং সেখানে সকাল হল। এই হল প্রথম দিন। অধ্যায় দেখুন |