আদিপুস্তক 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তখন ঈশ্বর স্থলের নাম ভূমি, ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন; আর ঈশ্বর দেখিলেন যে, তাহা উত্তম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন আল্লাহ্ স্থলের নাম ভূমি ও জমাকৃত পানির নাম সমুদ্র রাখলেন; আর আল্লাহ্ দেখলেন যে, তা উত্তম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ঈশ্বর সেই শুকনো জমির নাম দিলেন “ভূমি” এবং জমা জলকে তিনি “সমুদ্র” নাম দিলেন। আর ঈশ্বর দেখলেন যে সেটি ভালো হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 ঈশ্বর শুষ্ক ভূমির নাম স্থল ও সংহত জলরাশির নাম রাখলেন সমুদ্র । অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন ঈশ্বর স্থলের নাম ভূমি, ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন; আর ঈশ্বর দেখিলেন যে, তাহা উত্তম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ঈশ্বর শুকনো জমির নাম দিলেন, “পৃথিবী” এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন, “মহাসাগর।” ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভাল হয়েছে। অধ্যায় দেখুন |