২ শমূয়েল 4:12 - পবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে দায়ূদ আপন যুবকদিগকে আজ্ঞা করিলে তাহারা তাহাদিগকে বধ করিল, এবং তাহাদের হস্তপদ ছেদন করিয়া হিব্রোণস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গাইয়া দিল; কিন্তু ঈশ্বোশতের মস্তক লইয়া হিব্রোণে অব্নেরের কবরে পুঁতিয়া রাখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে দাউদ তাঁর যুবকদের হুকুম করলে তারা তাদের হত্যা করলো এবং তাদের হাত ও পা কেটে ফেলে হেবরনস্থ পুষ্করিণীর পাড়ে টাঙ্গিয়ে দিল; কিন্তু ঈশ্বোশতের মাথা নিয়ে হেবরনে অব্নেরের কবরে দাফন করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অতএব দাউদ তাঁর লোকজনকে আদেশ দিলেন, ও তারা তাদের হত্যা করল। তারা তাদের হাত পা কেটে দেহগুলি হিব্রোণের ডোবার পাশে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু তারা ঈশ্বোশতের মুণ্ডুটি নিয়ে গিয়ে সেটি হিব্রোণে অবনেরের কবরে কবর দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 দাউদের আদেশে তাঁর সৈন্যেরা রেখব ও বানাহ্কে হত্যা করে তাদের হাত-পা কেটে হিব্রোণের এক পুকুরের কাছে ঝুলিয়ে দিল এবং হিব্রোণে অবনেরের সমাধিতে ইসবোশেথের মাথাটার কবর দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তখন দায়ূদ রেখব ও বানাকে হত্যা করার জন্য তরুণ সেনাদের আদেশ দিলেন। সেনারা রেখব ও বানার হাত পা কেটে নিল এবং হিব্রোণের একটি পুকুরের পাড়ে তাদের দেহ ঝুলিয়ে দিল। তারপর তারা ঈশ্বোশতের মাথাটি নিয়ে হিব্রোণে ঠিক সেখানেই কবর দিল যেখানে অব্নেরকে কবর দেওয়া হয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 পরে দায়ূদ নিজের যুবকদেরকে আদেশ করলে তারা তাদেরকে হত্যা করল এবং তাদের হাত পা কেটে হিব্রোণের পুকুরের পাড়ে টাঙ্গিয়ে দিল৷ কিন্তু ঈশবোশতের মাথা নিয়ে হিব্রোণে অবনেরের কবরে পুঁতে রাখল৷ অধ্যায় দেখুন |