২ শমূয়েল 3:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে অব্নের ইস্রায়েলের প্রাচীনবর্গের সহিত এইরূপ কথোপকথন করিলেন, তোমরা ইতিপূর্ব্বেই আপনাদের উপরে দায়ূদকে রাজা করিবার চেষ্টা করিয়াছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে অব্নের ইসরাইলের প্রাচীনবর্গের সঙ্গে এরকম কথাবার্তা বললেন, তোমরা ইতিপূর্বে নিজেদের উপরে দাউদকে বাদশাহ্ করার চেষ্টা করেছিলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 অবনের ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে আলোচনা করে তাদের বললেন, “বেশ কিছুদিন থেকেই আপনারা দাউদকে আপনাদের রাজা বানাতে চাইছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অবনের ইসরায়েলী নেতাদের কাছে গিয়ে বললেন, আপনারা অনেকদিন ধরে (কিছু দিন আগেও) দাউদকে আপনাদের রাজা করতে চেয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 অব্নের ইস্রায়েলের নেতাদের কাছে এই বার্তা দিল। সে বলল, “দীর্ঘদিন ধরে তোমরা দায়ূদকে তোমাদের রাজা হিসেবে চেয়ে আসছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে অবনের ইস্রায়েলের প্রাচীনদের সঙ্গে এইরকম কথাবার্তা করলেন, “তোমরা এর আগেই নিজেদের উপরে দায়ূদকে রাজা করার চেষ্টা করেছিলে৷ অধ্যায় দেখুন |