২ রাজাবলি 9:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 এইরূপে নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূ যোরামের বিরুদ্ধে চক্রান্ত করিলেন।—তৎকালে যোরাম ও সমস্ত ইস্রায়েল অরাম-রাজ হসায়েল হইতে রামোৎ-গিলিয়দ রক্ষা করিতেছিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 এভাবে নিম্শির পৌত্র যিহোশাফটের পুত্র যেহূ যোয়ামের বিরুদ্ধে চক্রান্ত করলেন। —সেই সময় যোরাম ও সমস্ত ইসরাইল অরামের বাদশাহ্ হসায়েলের হাত থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করছিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 অতএব নিমশির নাতি, তথা যিহোশাফটের ছেলে যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। (ইত্যবসরে যোরাম ইস্রায়েলের সব লোকজনকে সাথে নিয়ে অরামের রাজা হসায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রামোৎ-গিলিয়দ রক্ষা করছিলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14-15 সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে রামোৎ-গিলিয়দের যুদ্ধে আহত রাজা যোরাম যখন চিকিৎসার জন্য যিষ্রিয়েলে চলে গিয়েছিলেন, যেহু তখন ইসরায়েলের সেনাপতিরূপে সেখানে হসায়েলের আক্রমণ প্রতিরোধ করার জন্য সৈন্যবাহিনীর সঙ্গে ছিলেন। এই সুযোগে যেহু যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন। সহকর্মীদের বললেন, তোমরা যদি আমার পক্ষে থাক, তাহলে যিষ্রিয়েলের লোকদের কাছে এই খবর দেবার জন্য রামোৎ-গিলিয়দ থেকে একটা লোক যেন বাইরে যেতে না পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 অতঃপর নিম্শির পৌত্র ও যিহোশাফটের পুত্র যেহূ যোরামের বিরুদ্ধে চক্রান্ত করলেন। সে সময় যোরাম ও ইস্রায়েলীয়রা অরামের রাজা হসায়েলের হাত থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করতে চেষ্টা করছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 এই ভাবে নিম্শির নাতি যিহোশাফটের ছেলে যেহূ যোরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই দিন যোরাম ও সমস্ত ইস্রায়েলীয়রা অরামের রাজা হসায়েলের থেকে রামোৎ-গিলিয়দ রক্ষা করেছিলেন; অধ্যায় দেখুন |
আবার হনানির পুত্র যেহূ ভাববাদী দ্বারা বাশার ও তাঁহার কুলের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইয়াছিল, তাহার কারণ, একে ত বাশা সদাপ্রভুর সাক্ষাতে যে সকল দুষ্ক্রিয়া করিয়া আপন হস্তকৃত কার্য্য দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিয়াছিলেন, সেই সকলের দ্বারা যারবিয়ামের কুলের সমান হইয়াছিলেন, আবার সেই কুলকে আঘাত করিয়াছিলেন।