২ রাজাবলি 24:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহার পরে মিসর-রাজ আপন দেশের বাহিরে আর আসিলেন না, কেননা মিসরের স্রোত অবধি ফরাৎ নদী পর্য্যন্ত মিসর-রাজের যত অধিকার ছিল, সে সকলই বাবিল-রাজ হরণ করিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তারপর মিসরের বাদশাহ্ তাঁর দেশের বাইরে আর আসলেন না, কেননা মিসরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত মিসরের বাদশাহ্র যত অধিকার ছিল, সেই সবই ব্যাবিলনের বাদশাহ্ হরণ করেছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মিশরের রাজা আর তাঁর নিজের দেশ থেকে কুচকাওয়াজ করে বাইরে যাননি, কারণ ব্যাবিলনের রাজা মিশরের নির্ঝরিণী থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত ফরৌণের শাসনাধীন সব এলাকা দখল করে নিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মিশরের রাজা এরপরে আর কোনদিন অভিযান করেন নি কারণ ব্যাবিলনের রাজা ইউফ্রেটিস নদী থেকে মিশরের উত্তর সীমান্ত পর্যন্ত মিশরের সমস্ত এলাকা দখল করে নিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এদিকে বাবিল-রাজ মিশরের খাঁড়ি থেকে শুরু করে ফরাৎ নদী পর্যন্ত সমস্ত অঞ্চল দখল করায় মিশর-রাজ তাঁর দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেন নি। এই সমস্ত অঞ্চলই আগে তাঁর শাসনাধীন ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 মিশরের রাজা আক্রমণ করবার জন্য তাঁর রাজ্য থেকে আর বের হন নি, কারণ বাবিলের রাজা মিশরের রাজার যতটা রাজ্য ছিল মিশরের ছোট নদী থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত সমস্ত রাজ্যটা দখল করে নিয়েছিলেন। অধ্যায় দেখুন |