২ বংশাবলি 35:16 - পবিত্র বাইবেল O.V. (BSI)16 এইরূপে যোশিয় রাজার আজ্ঞানুসারে নিস্তারপর্ব্ব পালনার্থে ও সদাপ্রভুর যজ্ঞবেদির উপরে হোম করণার্থে সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবাকর্ম্মের আয়োজন হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এভাবে ইউসিয়া বাদশাহ্র হুকুম অনুসারে ঈদুল ফেসাখ পালন ও মাবুদের কোরবানগাহ্র উপরে পোড়ানো-কোরবানী করার জন্য সেদিন মাবুদের সমস্ত সেবা-কর্মের আয়োজন হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তাই সেই সময় রাজা যোশিয়ের আদেশানুসারে নিস্তারপর্ব পালনের জন্য সদাপ্রভুর সম্পূর্ণ সেবাকাজ ও সদাপ্রভুর যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার কাজও সম্পন্ন হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 রাজা যোশিয়ের আদেশ অনুসারে সেদিন তারণোৎসব পর্ব পালন এবং বেদীতে হোমবলি উৎসবের কাজ সুষ্ঠুভাবেই সমাধা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 অর্থাৎ রাজা যোশিয় যেভাবে বলেছিলেন প্রভুর উপাসনার জন্য সব কিছু ঠিক সেইভাবে প্রস্তুত করা হল। এরপর নিস্তারপর্ব উদ্যাপন করা হল এবং বেদীতে হোমবলি নিবেদন করা হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 এই ভাবে রাজা যোশিয়ের আদেশ মত নিস্তারপর্ব্ব পালনের জন্য এবং সদাপ্রভুর বেদির উপরে হোমের অনুষ্ঠান করবার জন্য সেই দিন সদাপ্রভুর সমস্ত সেবা কাজের আয়োজন করা হল। অধ্যায় দেখুন |