২ বংশাবলি 23:21 - পবিত্র বাইবেল O.V. (BSI)21 তখন দেশের সমস্ত লোক আনন্দ করিল, এবং নগর সুস্থির হইল; আর অথলিয়াকে তাঁহারা খড়্গ দ্বারা বধ করিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তখন দেশের সমস্ত লোক আনন্দ করলো এবং নগর সুস্থির হল; কারণ অথলিয়াকে তাঁরা তলোয়ারের আঘাতে হত্যা করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 দেশের প্রজারা সবাই আনন্দ করল, এবং নগরে শান্তি বিরাজ করছিল, কারণ অথলিয়ার উপর তরোয়াল চালিয়ে দিয়ে তাঁকে হত্যা করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সমস্ত প্রজাসাধারণ আনন্দে মেতে উঠল, রাণী অথলিয়ার মৃত্যুতে দেশে শান্তি বিরাজ করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যিহূদার সকলেই সেদিন খুব খুশি ছিল। অনেকদিন পর অত্যাচারী রাণী অথলিয়ার মৃত্যুতে জেরুশালেম শহরে আবার শান্তি নেমে এলো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা তরোয়াল দিয়ে হত্যা করেছিল। অধ্যায় দেখুন |