২ বংশাবলি 14:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তাহারা গরারের চারিদিকে সমস্ত নগরকে আঘাত করিল, কেননা সদাপ্রভুর ভয় উহাদের উপরে পড়িয়াছিল; আরও তাহারা সেই সমস্ত নগর লুট করিল, কেননা সেই সকল নগরে প্রচুর লুট দ্রব্য ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তারা গরারের চারদিকে সমস্ত নগরকে আঘাত করলো, কেননা মাবুদের ভয় ওদের উপরে পড়েছিল; আর তারা সেসব নগরও লুট করলো, কেননা সেসব নগরে প্রচুর লুটদ্রব্য ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 গরারের চারপাশের সব গ্রাম তারা ধ্বংস করে দিয়েছিল, কারণ সদাপ্রভুর আতঙ্ক তাদের উপর এসে পড়েছিল। তারা সেইসব গ্রামে লুটপাট চালিয়েছিল, যেহেতু সেখানে প্রচুর লুটসামগ্রী পড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তারপর তারা গেরার অঞ্চলের সমস্ত নগর জনপদ ধ্বংস করতে সক্ষম হয়েছিল কারণ সেখানকার অধিবাসীরা প্রভু পরমেশ্বরের পরাক্রমে আতঙ্কিত হয়ে পড়েছিল।তারা এই সমস্ত নগর জনপদ লুঠ করে বিপুল দ্রব্যসম্ভার নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তারা গরারের পাশ্ববর্তী সমগ্র শহরকে যুদ্ধে পরাজিত করলেন। এইসব শহরের বাসিন্দারা প্রভুর কোপানলের ভয়ে ভীত ছিল। আসার সেনাবাহিনী এইসব শহর থেকে বহু দুর্মূল্য জিনিসপত্র দখল করে নিয়েছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আর তারা গরারের চারপাশের সমস্ত নগরকে আঘাত করল, কারণ সদাপ্রভুকে তারা ভীষণ ভয় করেছিল; আরও তারা এই সব নগর লুট করল, কারণ সেখানে লুট করবার মত অনেক জিনিস ছিল। অধ্যায় দেখুন |