২ থিষলনীকীয় 3:17 - পবিত্র বাইবেল O.V. (BSI)17 এই মঙ্গলবাদ আমি পৌল স্বহস্তে লিখিলাম। প্রত্যেক পত্রে ইহাই চিহ্ন; আমি এইরূপ লিখিয়া থাকি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 এই শুভেচ্ছা আমি পৌল নিজের হাতে লিখলাম। প্রত্যেক পত্রে এটাই আমার চিহ্ন; আমি এইভাবেই লিখে থাকি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার সমস্ত পত্রের এটিই বিশেষ চিহ্ন। এভাবেই আমি লিখে থাকি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আমি পৌল স্বহস্তে তোমাদের কাছে এই শুভ সম্ভাষণ লিখে জানাচ্ছি। আমার প্রত্যেকটি চিঠির এইটিই হচ্ছে অভিজ্ঞান। এইভাবেই আমি লিখে থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এই শুভেচ্ছা আমি পৌল নিজে হাতে লিখলাম; প্রত্যেক চিঠিতে এটাই চিহ্ন, আমি এইরকম লিখে থাকি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 এই মঙ্গলবাদ আমি পৌল নিজ হাতে লিখলাম। প্রত্যেক চিঠিতে এটাই চিহ্ন; আমি এই রকম লিখে থাকি। অধ্যায় দেখুন |