১ শমূয়েল 11:8 - পবিত্র বাইবেল O.V. (BSI)8 পরে তিনি বেষকে তাহাদিগকে গণনা করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ সহস্র লোক হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পরে তিনি বেষকে তাদের গণনা করলেন; তাতে ইসরাইলদের তিন লক্ষ ও এহুদার ত্রিশ হাজার লোক হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 শৌল যখন বেষকে তাদের সমবেত করলেন, তখন ইস্রায়েলের জনসংখ্যা হল 3,00,000 জন ও যিহূদার হল 30,000 জন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 বেষকে যখন শৌল তাদের পরিদর্শন করলেন তখন দেখা গেল ইসরায়েলের লোক সংখ্যা তিন লক্ষ এবং যিহুদীয়ার লোক সংখ্যা ত্রিশ হাজার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 শৌল বেষকে সকলকে একত্র করল। ইস্রায়েল থেকে এসেছিল 300,000 লোক, যিহূদা থেকে 30,000 জন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পরে তিনি বেষকে তাদের গণনা করলেন; তাতে ইস্রায়েল সন্তানদের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ হাজার লোক হল৷ অধ্যায় দেখুন |