১ রাজাবলি 9:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)14 আর হীরম এক শত বিশ তালন্ত স্বর্ণ রাজাকে পাঠাইয়া দিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর হীরম এক শত বিশ তালন্ত সোনা বাদশাহ্কে পাঠিয়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 ইত্যবসরে হীরম রাজামশাইকে একশো কুড়ি তালন্ত সোনা পাঠালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 হীরাম রাজা শলোমনকে কুড়ি তালন্ত সোনা দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 হীরম রাজা শলোমনকে মন্দির তৈরীর কাজে ব্যবহারের জন্য প্রায় 9000 পাউণ্ড সোনা পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 হীরম মোট সাড়ে চার টনেরও বেশী সোনা রাজাকে পাঠিয়ে দিয়েছিলেন। অধ্যায় দেখুন |