১ রাজাবলি 7:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল এবং পরস্পর অনুরূপ জানালার তিন সারি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সেটির জানালাগুলি উপরের দিকে মুখোমুখি তিন তিনটি করে রাখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দুদিকের দেওয়ালের গায়ে ছিল তিন সারি জানালা। দরজা, জানালাগুলো সবই ছিল চারকোণা এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রত্যেকটি ধারের দেওয়ালে তিন সারি করে মুখোমুখি জানালা বসানো ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 ঘরের চারপাশের দেয়ালে মুখোমুখি তিন সারি জানলা দেওয়া হল। অধ্যায় দেখুন |