Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ রাজাবলি 4:14 - পবিত্র বাইবেল O.V. (BSI)

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 ইদ্দোর পুত্র অহিনাদব: মহনায়িম অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 ইদ্দোরের পুত্র অহীনাদব ছিলেন মহনয়িমের শাসক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব।

অধ্যায় দেখুন কপি




১ রাজাবলি 4:14
7 ক্রস রেফারেন্স  

দায়ূদ মহনয়িমে উপস্থিত হইলে পর অম্মোন-সন্তানদিগের রব্বা-নিবাসী নাহশের পুত্র শোবি, আর লোদবার-নিবাসী অম্মীয়েলের পুত্র মাখীর, এবং রোগলীম-নিবাসী গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদের ও তাঁহার সঙ্গী লোকদের জন্য শয্যা, ডাবর,


পরে দায়ূদ মহনয়িমে আসিলেন, এবং সমস্ত ইস্রায়েল লোকের সহিত অবশালোম যর্দ্দন পার হইল।


ইতিমধ্যে নেরের পুত্র অব্‌নের শৌলের সেনাপতি, শৌলের পুত্র ঈশ্‌বোশৎকে ওপারে মহনয়িমে লইয়া গেলেন;


আর হিষ্‌বোন হইতে রামৎ-মিস্‌পী ও বটোনীম পর্য্যন্ত এবং মহনয়িম হইতে দবীরের সীমা পর্য্যন্ত;


তখন যাকোব তাঁহাদিগকে দেখিয়া কহিলেন, এ ঈশ্বরের সেনাদল, অতএব সেই স্থানের নাম মহনয়িম [দুই সেনাদল] রাখিলেন।


আর গাদ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,


গিলিয়দস্থ মনঃশির অর্দ্ধবংশের কুলে সখরিয়ের পুত্র যিদ্দো;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন