১ বংশাবলি 9:2 - পবিত্র বাইবেল O.V. (BSI)2 আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই,—ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 নিজেদের নানা শহরে যারা প্রথমে নিজের নিজের অধিকারে বাস করল, তারা এই ইস্রায়েলীয়রা, যাজকরা, লেবীয়রা ও নথীনীয়রা। অধ্যায় দেখুন |