১ বংশাবলি 5:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 যখন তাহাদের বংশাবলি লেখা গেল, তখন আপন আপন গোষ্ঠী অনুসারে তাহার এই ভ্রাতৃগণ [উল্লিখিত হইল]; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যখন তাদের খান্দাননামা লেখা হল, তখন নিজ নিজ গোষ্ঠী অনুসারে এই ভাইয়েরা উল্লিখিত হল; প্রধান যিয়ীয়েল ও জাকারিয়া, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 বংশানুসারে তাদের আত্মীয়স্বজন, যারা তাদের বংশতালিকার আধারে নথিভুক্ত হলেন: দলনেতা যিয়ীয়েল, সখরিয়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 রূবেণ গোষ্ঠীর বংশতালিকায় নিম্নলিখিত গোষ্ঠীপতিদের নাম পাওয়া যায়। যিইয়েল, সখরিয় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যোয়েলের ভাইদের ও তাঁর পরিবারের পরিচয় তাঁর পরিবারগোষ্ঠীর ইতিহাস অনুযায়ী ছিল নিম্নরূপ: এই বংশের বড় ছেলে ছিলেন যিয়ীয়েল, তারপর সখরিয় আর অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যখন তাদের বংশাবলি লেখা হল, তখন নিজের নিজের গোষ্ঠী অনুসারে তার এই ভাইদের [উল্লেখ করা হল]; প্রধান হল যিয়ীয়েল ও সখরিয়, অধ্যায় দেখুন |