১ বংশাবলি 28:16 - পবিত্র বাইবেল O.V. (BSI)16 এবং দর্শন-রুটীর মেজ সকলের মধ্যে প্রত্যেক মেজের জন্য পরিমিত স্বর্ণ, এবং রৌপ্যময় মেজ সকলের জন্য রৌপ্য; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এবং দর্শন-রুটির টেবিলগুলোর মধ্যে প্রত্যেক টেবিলের জন্য পরিমিত সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য রূপা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 উৎসর্গীকৃত দর্শন-রুটির প্রত্যেকটি টেবিলের জন্য নিরূপিত সোনার ওজন; রুপোর টেবিলগুলির জন্য নিরূপিত রুপোর ওজন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 রূপো ও সোনার টেবিল—যার উপরে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করা হবে তার নির্দেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 দায়ূদ বললেন, পবিত্র রুটি রাখার জন্য কত সোনার প্রয়োজন হবে এবং রূপোর টেবিলের জন্য কতটা রূপো লাগবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 দর্শন রুটি রাখবার সোনার টেবিলের জন্য কতটা সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন। অধ্যায় দেখুন |