১ বংশাবলি 19:9 - পবিত্র বাইবেল O.V. (BSI)9 অম্মোন-সন্তানগণ বাহিরে আসিয়া নগরের প্রবেশ-স্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করিল, এবং সমাগত রাজারা মাঠে স্বতন্ত্র থাকিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 অম্মোনীয়রা বাইরে এসে নগরের প্রবেশ-স্থানে যুদ্ধার্থে সৈন্য রচনা করলো এবং সমাগত বাদশাহ্রা মাঠে স্বতন্ত্র থাকলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 অম্মোনীয়রা বেরিয়ে এসে তাদের নগরের প্রবেশদ্বারে সৈন্যদল সাজিয়ে রেখেছিল, অন্যদিকে, যেসব রাজা সেখানে এলেন, তাঁরা নিজেরা খোলা মাঠে আলাদা করে গিয়ে দাঁড়িয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আম্মোনী সৈন্যরা নগরের তোরণদ্বারে ব্যূহ রচনা করল এবং তাদের সাহায্য করার জন্য যে রাজারা এসেছিলেন, তাঁরা খোলা মাঠে সৈন্য সমাবেশ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তখন অম্মোনীয়রা যুদ্ধের জন্য তৈরী হয়ে শহরের সিংহ দরজা পর্যন্ত এলেন। কিন্তু রাজারা যুদ্ধক্ষেত্রে যাননি এবং নিজেরা মাঠে রয়ে গিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে থাকলেন। অধ্যায় দেখুন |