১ বংশাবলি 15:7 - পবিত্র বাইবেল O.V. (BSI)7 গের্শোমের সন্তানগণের মধ্যে যোয়েল অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ এক শত ত্রিশ জন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 গের্শোমের সন্তানদের মধ্যে যোয়েল নেতা, আর তাঁর ভাইয়েরা এক শত ত্রিশ জন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 গের্শোনের বংশধরদের মধ্যে থেকে, নেতা যোয়েল ও তাঁর 130 জন আত্মীয়স্বজন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 গের্শোম বংশের নেতা যোয়েল নিয়ে এলেন একশো ত্রিশ জনকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 গের্শোন পরিবারগোষ্ঠী থেকে যোয়েলের নেতৃত্বে 130 জন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং তাঁর ভাইয়েরা একশো ত্রিশ জন; অধ্যায় দেখুন |