১ বংশাবলি 15:4 - পবিত্র বাইবেল O.V. (BSI)4 আর দায়ূদ হারোণ-সন্তানগণকে ও এই এই লেবীয়দিগকে একত্র করিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর দাউদ হারুন-সন্তানদেরকে ও এই সব লেবীয়কে একত্র করলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 হারোণ ও এই লেবীয়দের ডেকে তিনি সমবেত করলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হারোণের বংশধরদের ও লেবীয়দের সকলকে তিনি ডেকে আনলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 এরপর দায়ূদ হারোণ ও লেবীয় বংশের সমস্ত উত্তরপুরুষদের ডেকে পাঠালেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন, অধ্যায় দেখুন |
আর দায়ূদ সমস্ত ইস্রায়েল-সমাজকে কহিলেন, যদি তোমাদের বিহিত বোধ হয়, ও আমাদের ঈশ্বর সদাপ্রভু হইতে এ কার্য্য হইয়া থাকে, তবে আইস, আমরা ইস্রায়েলের সমস্ত প্রদেশে আমাদের অবশিষ্ট ভ্রাতৃগণের কাছে লোক পাঠাই, তাহাদের নিকটে যাজকগণ ও লেবীয়েরা আপন আপন পরিসর-বিশিষ্ট নগরে বাস করে, তাহারা যেন আমাদের নিকটে একত্র হয়;